রুপশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ পদ্ধতি | RUPOSHREE FORM FILL UP

 

পশ্চিমবঙ্গ সরকারের রুপশ্রী প্রকল্প

২০১৮ সালে রাজ্য সরকার আর্থিক ভাবে অসচ্ছল/পিছিয়ে পরা পরিবারের কথা মাথায় রেখে প্রাপ্তবয়স্ক কন্যাদের বিয়ে দিতে যাতে অসুবিধা না হয় তার জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিলেন। আর সেই প্রকল্পের নাম দিয়েছে রুপশ্রী প্রকল্প।

যেই সমস্ত পরিবারের বার্ষিক আয় ১.৫০ লক্ষ টাকার বেশি নয় তারাই এই রুপশ্রী প্রকল্পের লাভ নিতে পারবে।

আসুন এবার দেখে নেওয়া যাক, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে ও কি কি শর্ত রয়েছে।

আবেদন পদ্ধতিঃ
রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পাত্রীকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবেগ্রামের জন্য B.D.O অফিসে। শহরের জন্য S.D.O অফিসে। আর কলকাতা বাসীদের জন্য KMC তে ফর্ম পাওয়া যাচ্ছে ফ্রিতে।

রুপশ্রী প্রকল্পে আবেদনের বয়সঃ
রুপশ্রী প্রকল্প থেকে এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার জন্য,পাত্রীর বয়স থাকতে হবে ১৮+ এবং পাত্রের বয়স থাকতে হবে ২১+ এর মধ্যে তবেই আবেদন করা যাবে।

রুপশ্রী প্রকল্পে আবেদনের ডকুমেন্টস কি কি লাগবেঃ
রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হলো-
১) পাত্র ও পাত্রীর জন্মের প্রমাণপত্র।
২) পাত্র-পাত্রীর বয়সের প্রমাণপত্র।
৩) SC/ST/OBC সার্টিফিকেট থাকলে দিতে হবে।
৪) ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স।
৫) বিবাহের প্রমাণ হিসাবে-বিবাহের নিমন্ত্রণ কার্ড/বিবাহ নথিভুক্তকরনের নোটিশ অথবা একটি সাদা কাগজে লিখে দিতে হবে আপনি কবে বিয়ে করছেন কাকে করছেনকেন ২৫ হাজার টাকা দরকার ইত্যাদি।
৬) পাত্র-পাত্রীর একসাথে ছবি লাগবে জমা দিতে।

রুপশ্রী প্রকল্পের কি কি শর্ত রয়েছে দেখুনঃ
১) আপনাকে অবিবাহিতা হতে হবে।
২)এই বিবাহ টাই আপনার প্রথম বিবাহ।
৩) আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে (পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ করতে হবে)।
৪) গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
৫) আবেদন কারীর পিতা-মাতা-অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
৬) পারিবারিক বাৎসরিক আয় ১.৫০ লক্ষের মধ্যে হতে হবে।

রুপশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ পদ্ধতিঃ
রুপশ্রী প্রকল্পে সমস্ত ঘর ফর্মের ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে সুন্দর ভাবে ফিলাপ করতে হবে।
প্রথমে পাত্রীর নাম লিখতে হবে ব্যাংকের বইয়ে যে নাম আছে।
তারপর পাত্রীর জন্ম তারিখ ও বিবাহের তারিখ।
এরপর পাত্রীর বাবার নাম ও মাতার নাম দিতে হবে।
এবং নিচে পাত্রীর গ্রাম,ব্লক/ওয়ার্ড নং,মিউনিসিপালিটি ইত্যাদি এবং থানাজেলা রাজ্য মোবাইল নাম্বার ইত্যাদি সঠিক ভাবে ফিলাপ করতে হবে।
ঠিক একই ভাবে পাত্রের ও ফিলাপ করতে হবে।
এবং ব্যাঙ্কের নাম,নাম্বার ও শাখার নাম ও IFSC & MICR Code পাত্রীর দিতে হবে।তবেই হবে আর অবশ্যই সেই একাউন্ট যেন এককালীন ২৫ টাকা ঢুকলে নিতে পারে সেরকম একাউন্ট লাগবে।

রুপশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

ফর্ম ফিলাপ করার পর কোথায় জমা দেবেন?

আর অবশ্যই সবসময় বিয়ের ৩০ দিন আগে ফর্ম ফিলাপ করে নিকটবর্তী B.D.O অফিস বা S.D.O অফিস বা KMC তে জমা করতে হবে। তারপর সরকারি আধিকারিকরা যাচাই করে যাবে এবং তারপর উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।


Comments

Post a Comment

Popular posts from this blog

১০হাজার শূন্যপদে HDFC ব্যাংকে নতুন কর্মী নিয়োগ 2022 - উচ্চমাধ্যমিক পাশে Online আবেদন

পশ্চিমবঙ্গে প্রতিটি SDO/'সাব ডিভিশন অফিসে' নতুন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - আবেদন পদ্ধতি ও যোগ্যতা দেখেনিন | GADGET MUNNA

RRC, North Central Railway Act Apprentice Recruitment 2021– Apply Online for 1664 Posts