পশ্চিমবঙ্গে প্রতিটি SDO/'সাব ডিভিশন অফিসে' নতুন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - আবেদন পদ্ধতি ও যোগ্যতা দেখেনিন | GADGET MUNNA

 

পশ্চিমবঙ্গে একটি সাব ডিভিশন অফিসে বা SDO অফিসে নতুন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সরাসরি SDO অফিসে খাদ্য বিভাগে কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে Bankura Bishnapur  এ SDO অফিসে কর্মচারী নিয়োগ করা হবে। এখানে কিভাবে আবেদন করবেন শূন্যপদ কত আছে, বেতন কিরকম দেওয়া হবে সহ আবেদনের শেষ তারিখ জানতে বিস্তারির প্রতিবেদন পড়ুন।

পদের নাম:- 1. Data Entry Operator

শূন্যপদ- ৩ টি আছে। প্রতিটি কাস্টের জন্যেই। 

বয়সসীমা- আবেদনের জন্য ১৮ - ৪০ বছর বয়স লাগবে। ছেলে মেয়ে সবার জন্য। 

বেতন:- প্রতি মাসে ১৩,০০০ টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-  আবেদনের জন্য গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটারে Application Certificate লাগবে।


প্রার্থী বাছাই পদ্ধতি- এই চাকরির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদনপত্র জমা করবে তাদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের ভিত্তিতে একটি শরট লিস্ট প্রকাশিত হবে এবং এই short-listed যাদের যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:- সরাসরি অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করুন এবং ফরম ফিলাপ করে সেটি নির্দিষ্ট ঠিকানায় জমা করুন.

আবেদনের শেষ তারিখ- 14 জানুয়ারিতে 2022

Official Notice Download- Click here

Application Form Download- Click here

Comments

Popular posts from this blog

CIPLA RECRUITMENT 2021

Infosys New Vacancy 2023| Infosys Work from Home Jobs 2023 |GADGET MUNNA