Posts

Showing posts from February, 2022

রুপশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ পদ্ধতি | RUPOSHREE FORM FILL UP

Image
  পশ্চিমবঙ্গ সরকারের রুপশ্রী প্রকল্প ২০১৮ সালে রাজ্য সরকার আর্থিক ভাবে অসচ্ছল/পিছিয়ে পরা পরিবারের কথা মাথায় রেখে প্রাপ্তবয়স্ক কন্যাদের বিয়ে  দিতে  যাতে অসুবিধা না হয় তার জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিলেন। আর সেই প্রকল্পের নাম দিয়েছে রুপশ্রী প্রকল্প। যেই সমস্ত পরিবারের বার্ষিক আয় ১.৫০ লক্ষ টাকার বেশি নয় তারাই এই রুপশ্রী প্রকল্পের লাভ নিতে পারবে। আসুন এবার দেখে নেওয়া যাক,  কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে ও কি কি শর্ত রয়েছে। আবেদন পদ্ধতিঃ রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পাত্রীকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ,  গ্রামের জন্য  B.D.O  অফিসে। শহরের জন্য  S.D.O  অফিসে। আর কলকাতা বাসীদের জন্য  KMC  তে ফর্ম পাওয়া যাচ্ছে ফ্রিতে। রুপশ্রী প্রকল্পে আবেদনের বয়সঃ রুপশ্রী প্রকল্প থেকে এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার জন্য , পাত্রীর বয়স থাকতে হবে ১৮+ এবং পাত্রের বয়স থাকতে হবে ২১+ এর মধ্যে তবেই আবেদন করা যাবে। রুপশ্রী প্রকল্পে আবেদনের ডকুমেন্টস কি কি লাগবেঃ রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হলো- ১) পাত্র ও পাত্রীর জন্মের প্রমাণপত্র। ২) পা